কক্সবাজারের চকরিয়া এক আওয়ামী লীগ নেতাকে অপহরণের পর হত্যার ঘটনায় তিন ভাইকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৬ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক চৌধুরী এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন কক্সবাজার চকরিয়া উপজেলার বদরখালী এলাকার নুর মোহাম্মদের ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে লম্বা সিদ্দিক, তার ভাই ইউনুস হোসাইন মানিক ও ইব্রাহিম মোস্তফা আবু কাইয়ুম ওরফে কাইয়ুম। কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন একই এলাকার নুরুল আজিজের ছেলে সোহায়েত।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু বক্কর সিদ্দিক ওরফে লম্বা সিদ্দিক আদালতে উপস্থিতি ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আইয়ুব খান বলেন, আদালত মামলার পাঁচ আসামির মধ্যে তিন জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।
২০১৬ সালের ৩০ জুন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল হুদাকে (৬০) অপহরণের পর গলা কেটে হত্যা করা হয়।
মো. নুরুল হুদার ছেলে সাখাওয়াত হোসেন বলেন, “জামায়াত নেতা কাদের মোল্লার রায়ের দিন চা দোকানে টিভিতে ফাঁসি কার্যকর হওয়ার খবর প্রচার হচ্ছিল। তা দেখে আমার বাবা বলতে থাকেন, ‘শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর একে একে সব রাজাকারের ফাঁসি দিচ্ছে।’ এ সময় চা দোকানে থাকা জামায়াত সমর্থক আসামিরা আমার বাবার কথায় ক্ষিপ্ত হয়ে চা দোকান থেকে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় আমার ভাই শাহজাহান বাদী হয়ে ২০১৬ সালের ৩ জুলাই চকরিয়া থানায় মামলা করেন। মামলায় পাঁচ জনকে আসামি করা হয়।”